Learn How To Make Money Online

ব্লগিং করে আয়ের কথা ভাবছেন? তাহলে আজই একটি ব্লগ তৈরি করুন(Part-5)--Ways To Make Money Online


কি ভাই ব্লগ তো তৈরি হল, এইবার পোস্ট তো করতে হবে, নাকি? কি ভাবে পোস্ট করবেন? হা । আমি এখন এই বিষয় গুলোই বলব । আমরা ইতিমধ্যে ব্লগস্পট দিয়ে একটি ব্লগ তৈরি করা, টেমপ্লেট ইন্সটল করা শিখেছি। আর যেই অপশনগুলি আছে, আশা করি আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। কারন ব্লগস্পট একটি সহজ ব্লগিং প্লাটফর্ম। যাই হোক অনেকেই হয়ত ব্লগস্পট এ ইতিমধ্যে ব্লগ তৈরি করে ফেলেছেন, তাদের জন্যই এই পোস্ট । যারা এখনো ব্লগ তৈরি করেন নি, তারা ব্লগ তৈরি করে ফেলুন । 


নতুন ব্লগারদের জন্য কিছু টিপসঃ


আপনি যদি ব্লগ থেকে ভাল আয় করতে চান এবং Google Adsense পেতে চান তাহলে নিচের বিষয় গুলো মেনে চলুন ।
  • অন্য ব্লগের পোস্ট কপি করবেন না। আপনি যেটুকু পারেন সেটাই সবচেয়ে ভাল।
  • ১ হাজারটি কপি করা কন্টেন্ট এর চেয়ে নিজে লেখা একটি আর্টিকেলই আপনার ব্লগের জন্য উত্তম।
  • যেকোন একটি বিষয় নিয়ে ব্লগিং করুন। এতে আপনার ব্লগের গ্রহনযোগ্যতা বারবে।
  • ডিজাইন এর দিকে এতটা সময় নষ্ট না করে কন্টেন্ট এর দিকে লেগে থাকুন।
  • অযথা উইগেট ব্যাবহার করে ব্লগটিকে ভারি করবেন না।
  • কালকে ব্লগ করে আজকেই এডসেন্স এর জন্য লাফাবেন না।
  • এমন ভাবে কন্টেন্ট লিখুন যাতে ভিজিটর খুব সহজেই আপনার লেখাটি বুঝতে পারে।
  • প্রফেশনাল ব্লগিং করতে চাইলে অবশ্যই ইংরেজিতে ব্লগিং করুন। বাংলাতে লিখলে আপনি শুধু বাংলাদেশী ভিজিটর পাবেন, তাতে কি আপনার পেট ভরবে?
  • যা পারেন না তা নিয়ে ব্লগিং করবেন না।
  • নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন।
  • ছোটো ছোটো অনেকগুলি পোস্ট না দিয়ে একটি বড় পোস্ট দিন।
  • সুন্দর টাইটেল ব্যাবহার করুন, যাতে টাইটেল পরেই পোস্ট সম্পরকে ধারনা পাওয়া যায়।
  • লেখাকে অযথা ঘুরিয়ে ফিরিয়ে বড় করবেন না।
  • লেখার মধ্যে উজ্জ্বল রঙ ব্যাবহার করবেন না। এতে ভিজিটর বিরক্ত হয়।
  • লেখাটিকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। প্যারা করে করে লিখুন।
  • কোন বিষয়ে দিক-নির্দেশনা দিলে টপিক আকারে লিখুন।
  • নিজেকে ব্লগার হিসিবে না দেখে ভিজিটর হিসেবে দেখুন।
  • ভিজিটর যাতে আপনার ব্লগ থেকে সন্তুষ্ট হয়ে ফিরে যায়, সেটা লক্ষ রাখুন।
  • যত দ্রুত সম্ভব ভিজিটরদের মন্তব্যের উত্তর দিন। এতে ভিজিটর খুশী হয় এবং আবার আপনার ব্লগে ফিরে আসে।
  • ভিজিটরদের সাথে কখনই খারাপ ব্যাবহার করবেন না।
এইত, আরো অনেক কিছুই বলার ছিল। এখন আর কিছু মনে হচ্ছে না। আর কোন সমস্যা হলেতো আমিতো আছিই। আজকে এখানেই গুড-বাই । পরবর্তী পোস্টে গুগল আডসেন্স পাওয়ার জন্য কি কি করার প্রয়োজন ঐ সম্পর্কে আলোচনা করবো । পোস্টটি পরার জন্য ধন্যবাদ ।

Tags-- how to earn money online, online earning best site, earn money online, online jobs, online earning money, how to make a blog, make money online, online jobs, google adsense, ways to make money, jobs from home, work from home jobs

google+

2 Comments For "ব্লগিং করে আয়ের কথা ভাবছেন? তাহলে আজই একটি ব্লগ তৈরি করুন(Part-5)--Ways To Make Money Online"
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে। - Remove

ব্লগস্পটে কি স্মার্ট ফোন দিয়ে ব্লগিং করা সম্বভ? জানালে উপকৃত হবো।
ধন্যবাদ।

কিছু কথাঃ

এই ব্লগের সমস্ত পোস্ট পরীক্ষিত। তারপরও কোন পোস্ট বা ব্লগ সম্পর্কে আপনার অভিযোগ, মতামত বা সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুকের পেইজে বা গ্রুপে । আপনার সাফল্যে সহযোগিতা করতে পারলে আমরা সার্থক। আর ব্লগটি আপনার পছন্দের হলে বুকমার্ক করে ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।

Back To Top