Learn How To Make Money Online

ব্লগিং করে আয়ের কথা ভাবছেন? তাহলে আজই একটি ব্লগ তৈরি করুন(Part-4)--How To Make A Blog

হায়! বন্ধুরা । আজ আমরা শিখবো কিভাবে ব্লগস্পটের টেমপ্লেট কাস্টমাইজেশন করা যায় । মুলত ব্লগস্পট কাস্টমাইজাসন এর এইটাই মুল কাজ । আমরা অনেকেই ব্লগস্পট এর বিল্ট-ইন টেমপ্লেট গুলি ইন্সটল করতে পারি কিন্তু নতুন কাস্টমাইজ টেমপ্লেট ইন্সটল করতে পারি না। আজকে আমরা দুই ভাবেই টেমপ্লেট ইন্সটল করা দেখব। 


বিল্ট-ইন টেমপ্লেটঃ

ব্লগস্পট এ অনেক গুলি বিল্ট-ইন টেমপ্লেট দেয়া থাকে। সেগুলির মধ্যে আপনি আপনার পছন্দের টেমপ্লেট টি বেছে নিতে পারেন।
  • ব্লগে টেম্পলেট ইন্সটল করতে প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
  • টেমপ্লেট মেনুতে যান।
  • এখানে দেখবেন অনেকগুলি টেমপ্লেট দেখাবে। পছন্দের টেমপ্লেটটির উপর ক্লিক করুন।
how to make a blog in blogger, blogspot blo make, create a blogspot blog

  • এখন টেমপ্লেটটির প্রিভিউ দেখাবে।
how to make a blog in blogger, blogspot blo make, create a blogspot blog

  • পছন্দ হলে Apply to Blog এ ক্লিক করুন।
  • এবার ব্লগটি দেখুন।
এভাবে খুব সহজেই ব্লগস্পট এর টেমপ্লেট পরিবরতন করা সম্ভব।


কাস্টমাইজ টেমপ্লেটঃ

ব্লগস্পট এর বিল্ট-ইন টেমপ্লেট গুলি আমাদের পছন্দ নাও হতে পারে। এজন্য আমরা কাস্টমাইজ টেমপ্লেট ইউজ করতে পারি। ইন্টারনেটে ফ্রিতে অসংখ্য টেমপ্লেট পাওয়া যায়। গুগলে সার্চ দিলেই আপনি টেমপ্লেট এর সুমুদ্র পাবেন। এখন দেখব কিভাবে টেমপ্লেটটি ইন্সটল করবেন।
  • গুগলে সার্চ দিয়ে সুন্দর একটা টেমপ্লেট ডাউনলোড করে নিন।
  • ব্লগে টেম্পলেট ইন্সটল করতে প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান।
  • টেমপ্লেট মেনুতে যান।
how to make a blog in blogger, blogspot blo make, create a blogspot blog

  • Backup/Restore বাটনে ক্লিক করুন।
how to make a blog in blogger, blogspot blo make, create a blogspot blog

  • Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত টেমপ্লেটটি ধরিয়ে দিন।
  • এখন Upload বাটনে ক্লিক করুন।
  • আপনার টেমপ্লেট টি কিছুক্ষণের মধ্যে ইন্সটল হয়ে যাবে।
এভাবেই ব্লগস্পটে কাস্টমাইজ টেমপ্লেট ইন্সটল করা যায়। তো ভাই আজ আর না । পরবর্তী পোস্ট নিয়ে আসছি খুব তারাতারি । সেই প্রজন্ত আমার সাথেই থাকুন । ধন্যবাদ ।

Tags-- how to earn money online, online earning best site, earn money online, online jobs, online earning money, earn money by blogging, blogspot

google+

0 Comments For "ব্লগিং করে আয়ের কথা ভাবছেন? তাহলে আজই একটি ব্লগ তৈরি করুন(Part-4)--How To Make A Blog"

কিছু কথাঃ

এই ব্লগের সমস্ত পোস্ট পরীক্ষিত। তারপরও কোন পোস্ট বা ব্লগ সম্পর্কে আপনার অভিযোগ, মতামত বা সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুকের পেইজে বা গ্রুপে । আপনার সাফল্যে সহযোগিতা করতে পারলে আমরা সার্থক। আর ব্লগটি আপনার পছন্দের হলে বুকমার্ক করে ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।

Back To Top